ইবনে উমার(রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন:আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ বিশেষভাবে কিছু নেয়ামত দান করে থাকেন যাতে করে সেই নেয়ামত দ্বারা মানুষের উপকার হয়। আল্লাহ সেই নেয়ামত বহাল রাখেন যতক্ষণ তারা অন্য মানুষকে সেই নেয়ামত দ্বারা সহযোগিতা করেন এবং সেই নেয়ামত থেকে দান করেন। আর যদি তারা সেই নেয়ামত গুলো নিজেদের মধ্যেই রাখে, কাউকে দান না করে তখন আল্লাহ সেই নেয়ামত তাদের থেকে ফিরিয়ে নেন এবং অন্য কাউকে প্রদান করেন।(হাসান হাদীস, সহীহুল জামি ২১৬৪)روى الطبراني عن ابن عمر رضي الله عنهما، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن لله عبادًا اختصَّهم بالنعم لمنافع العباد، يُقرهم فيها ما بذلوها، فإذا منَعوها نزعها منهم، فحوَّلها إلى غيرهم))؛ حديث حسن؛ (صحيح الجامع للألباني، حديث رقم 2164).